ব্যাঙ্গালোরে ঈদ পালন করছেন মোরসালিন-জামালরা
দক্ষিণ এশিয়ায় ফুটবলের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বর্তমানে ভারতের ব্যাঙ্গালোরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের মতো ভারতেও আজ ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। তাই মোরসালিন-জামালদের ভারতেই ঈদ পালন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় ব্যাঙ্গালোরের রিসালদার পার্ক মাঠে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ ফুটবল দল।
এদিকে বিকেলে হোটেলে জিম সেশন এবং রিকভারি সেশনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। তবে আজ মাঠে কোনো অনুশীলন করবে না তারা।