ভারতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ২৫
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) সকালে রাজ্যের বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বাসটি ৩৩ জন যাত্রী নিয়ে পুনে যাচ্ছিল। নিহত ২৫ জনের মধ্যে তিন শিশু রয়েছে। বাসের চালকসহ গুরুত্বর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, বাসটির একটি টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন। সেই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।