আর্কাইভ থেকে ফুটবল

জেমি ডে’কে ছাড়াই কাতার গেল বাংলাদেশ

কোচ জেমি ডে’কে ছাড়াই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার গেছে ২৭ সদস্যের বাংলাদেশ দল। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমানটি।

কাতারের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে করোনা পজেটিভ হয়েছেন মনজুরুর রহমান। তাই দলের সাথে যেতে পারেননি তিনি। আগামী ৪ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে কাতারের ক্লাব দলের বিপক্ষে।

নেপাল ম্যাচের আগে ডাকা ক্যাম্প থেকে বাদ পড়েছেন ৪ ফুটবলার। বাদ দেয়া চার ফুটবলার হলেন নাজমুল ইসলাম রাসেল, আরিফুর রহমান, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও আবদুল্লাহ। আর ইনজুরিতে আছেন মাসুক মিয়া জনি, মতিন মিয়া, তারিক কাজি ও শহিদুল আলম সোহেল।

করোনা আক্রান্ত জেমি ডে’র অবর্তমানে দল সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। দোহা পৌঁছে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফুটবলারদের। এরপর নামতে পারবেন অনুশীলনে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন