বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। নিহত দুজনের নাম জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহুর আলী কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর উপজেলার ইউএনও সাধন কুমার বিশ্বাস জানান, হতাহতরা সবাই কৃষি কাজ করেন। দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা মাঠের কাজ শেষ করে একটি টিনের চালার নিচে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।