হাওরে নৌকা ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু
সুনামগঞ্জের গোবিন্দপুরে হাওরে নৌকা ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)।
রোববার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ ও স্থানীয় ইউপি সদস্য মহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি কিত্তার (ছোট হাওর) মাঝখানে। বাড়ির কাছাকাছি পানি চলে আসায় তারা তাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল। পুরাতন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মূল সড়কে উঠার জন্য ছোট একটি নৌকায় উঠে তিন ভাই-বোন। কিছু দূর যাওয়ার পর ভারী বৃষ্টি এবং বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ডুবে মারা যায়।
সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে যায়। তবে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে।