আর্কাইভ থেকে বাংলাদেশ

র‌্যাব-মাদককারবারির গোলাগুলি, ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদককারবারিদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের গোলাগুলি হয়েছে। এ সময় পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালীতে গোলাগুলির পর তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবকের নাম ছৈয়দ হোসেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১৫ সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, রোববার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে— এমন তথ্যের ভিত্তিতে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এ সময় কয়েকজন সন্দেহভাজন মাদককারবারিকে দেখে তাদের থামার সংকেত দেয় র‌্যাব।  এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ২১ রাউন্ড গুলিবিনিময়ের পর একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা তল্লাশি করে বস্তাবন্দি অবস্থায় পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।


মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন