আর্কাইভ থেকে দেশজুড়ে

নিভলো তেলবাহী সেই জাহাজের আগুন

সাড়ে ১০ ঘণ্টা পর ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী ‘সাগর নন্দিনী-২’-এর আগুন অবশেষে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টায় দমকলকর্মীরা এ আগুন নিভাতে সক্ষম হয়।

এর আগে, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয়ার সময় আবারও জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং তাতে আবারও আগুন ধরে যায়। এ সময় প্রাণ রক্ষায় নদীতে লাফিয়ে পড়েন জাহাজে থাকা পুলিশ ও তেলের ট্যাংকারের কর্মীরা। তবে এর মধ্যেই দুই পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ হন।

এদিকে, জাহাজটির আগুন বাড়তেই থাকে। বরিশাল বিভাগের ১২টি ফায়ার সার্ভিস ও জাহাজের অগ্নিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে মঙ্গলবার ভোরে ট্যাংকারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন চাকমা বলেন, এমন দুঃসহ অবস্থার সাক্ষী এর আগে জেলা প্রশাসনের কেউ হননি। বিশেষ করে ফায়ার সার্ভিসের হার না মানা অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, মোট ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে শনিবার (০১ জুলাই) সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়। ঘটনার পর ট্যাংকারে থাকা ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ হয়েছিলেন চারজন। সোমবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের (চারটি) মরদেহ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন