আর্কাইভ থেকে দেশজুড়ে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি

অতি ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে সুরমা নদী। প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল।

একইসঙ্গে শাখা নদীগুলোর পানি বৃদ্ধির কারণে দোয়ারাবাজার, ছাতকসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় বাড়িঘর ছেড়ে সরে যাচ্ছে বাসিন্দারা। তলিয়ে আছে রাস্তাঘাট। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি নদীর পানি। তাহিরপুর থেকে সুনামগঞ্জের সড়কপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

আর সিলেটের কুশিয়ারা, লোভা ও সারি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই প্লাবন রূপ নিতে পারে স্বল্পমেয়াদী বন্যায় এমন শঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের।

এদিকে, টানা বর্ষণে নেত্রকোণার কংস ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে গেছে। কলমাকান্দা উপজেলার অন্তত ১০টি গ্রাম জলমগ্ন। এছাড়া ৪০টি বিদ্যালয়ের মাঠেও পানি উঠেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন