আর্কাইভ থেকে আইন-বিচার

সাংবাদিক নাদিম হত্যা মামলা: চেয়ারম্যান বাবুসহ ৯ জনের জামিন না মঞ্জুর

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) জামালপুর জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতে তাদের জামিনের আবেদন করলে বিচারক মো. আতাউল্লাহ্ তাদের জামিনের আবেদন নাকচ করে দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জন আসামি জামালপুর কারাগারে বন্দি রয়েছে।

মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে বাবুসহ ৯ জনের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মো. আতাউল্লাহ সকল আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেন। অপরদিকে হত্যাকান্ডে জড়িত অভিযোগে নয়ন নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১৩ আসামী জামালপুর জেলা কারাগারে আটক রয়েছে।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।

এ সম্পর্কিত আরও পড়ুন