নাঈমকে সুযোগ দিতে চায় তামিম
বাংলাদেশর হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও ওয়ানডেতে মাত্র দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ওপেনার নাঈম শেখ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ব্যাক-আপ ওপেনার হিসেবেই আপাতত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন তিনি। তবে বিশ্বমঞ্চের আগেই তাকে বেশ খানিকটা পরখ করে নিতে চায় দল। এমনটা জানিয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুর পর একই আভাস দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনিও নাঈমকে সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন। তবে ৫০ ওভারের বিশ্ব আসরের প্রায় প্রস্তুত দলে পরীক্ষা-নিরীক্ষা চালানোই হবে, নিশ্চিত করে এমন কিছু বললেন না টাইগার দলপতি।
তামিমের বলেন, “এই একটা সিরিজে আমরা চেষ্টা করব, সবাইকে একবার হলেও সুযোগ দেওয়ার। তবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আমরা অবশ্যই চেষ্টা করব, বিশ্বকাপের আগে তাকে (নাঈম শেখ) কিছু গেম টাইম দেওয়ার। সে নেটে অনেক ভালো খেলছে, দেখে অনেক ভালো মনে হচ্ছে। যদি ওরকম সুযোগ আসে, অবশ্যই এটা নিয়ে আমরা ভাববো।”