মাদারীপুরে সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ৬
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়ালে দফায় দফায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খান পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত হন অন্তত ছয়জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।