আবারও এক হতে যাচ্ছেন মেসি ও রামোস
লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের হয়ে খেলতেন লিওনেল মেসি ও সার্জিও রামোসও। এরপর পিএসজিতে বনে গিয়েছিলেন সতীর্থ। গেল মৌসুমে দুজনই ফরাসি ক্লাবটি ছেড়েন। মেসি তাঁর নতুন গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখিয়েছেন।এবার জোর গুঞ্জন রামোসও মায়ামিতে যোগ দেয়ার পথে। স্পেনের পত্রিকা স্পোর্তর বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম বলছে, এরই মধ্যে মায়ামি স্প্যানিশ তারকার সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তিনি মেসির ক্লাবে নাম লেখানো থেকে নাকি অল্প দূরে আছেন। ফ্রেঞ্চ গণমাধ্যমের তথ্য মতে, পিএসজিতে থাকার ইচ্ছা ছিল সাবেক মাদ্রিদ অধিনায়কের। কিন্তু সাবেক তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি কাতার মালিকানাধীন দলটি। পরে গুঞ্জন ছিল শৈশবের ক্লাব সেভিয়া অথবা সাবেক রিয়াল সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সৌদি আরবের ক্লাবে গন্তব্য হতে পারে রামোসের। তবে শেষ পর্যন্ত মেজর সকার লিগের ক্লাবটিতেই যাচ্ছেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা।