সেরা গোলরক্ষক হওয়ার খবর জানিয়ে দিতে বললেন জিকো!
২০২৩ বঙ্গবঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে করা অসাধারণ পারফরম্যান্সের পর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মঙ্গলবার (৪ জুলাই) বেঙ্গালুরুতে সালের সাফের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা গোলরক্ষক হিসেবে বাংলাদেশের এই গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়।
সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের বাজপাখি খ্যাত এই তারকা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে একটি ছবি দিয়ে সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান জিকো।
পরে নিজের সেই পোস্টে নিজেই একটি কমেন্টও করেন তিনি। আর তাতে লেখেন, “তাদের কে বলে দিয়েন সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক আপনাদের জিকু।” শেষে একটি বাংলাদেশের পতাকার ইমোজির সাথে একটি লাল হার্ট ও ক্ষমা চাওয়ার ইমোজিও দেন।
উল্লেখ্য, গেল সোমবার (৩ জুলাই) আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় এসেছিলেন। বিমানবন্দরে এমির সাথে সাক্ষাতের আশায় জামাল-জিকোসহ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অপেক্ষা করেন। কিন্তু তাদের এমির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। যার আক্ষেপ থেকেই হয়তো জিকোর এমন মন্তব্য।