হারিয়ে যাওয়ার এক মাস পর সাগর থেকে ২০ জেলে উদ্ধার
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ সোমবার ভোরে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দীর্ঘ এক মাস পর ট্রলারসহ তাদেরকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে কোস্টগার্ড মংলা পশ্চিম জোন।
গত বছরের ডিসেম্বরের ৭ তারিখে এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারসহ ২০ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে অজানা স্থানে চলে যায়।
দীর্ঘ এক মাস পর ভাসমান অবস্থায় কোস্টগার্ড উদ্ধার করে আজ দুপুরে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানায় কোস্টগার্ড। উদ্ধারকৃত এসব জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।
এস