আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনার জন্য যে ২ জেলা রেড জোনে

দেশে গেলো কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে বিভিন্ন বিধি নিষেধ মেনে চলতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

করোনা উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই উচ্চ ঝুঁকি বিবেচনায় দেশের দুটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রেড জোনের জেলা দুটি হচ্ছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা।

আজ বুধবার ( ১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ। 

মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন