পশ্চিমবঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজা ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে।
এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে পশ্চিমবঙ্গে। গত ৩০ দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও চলেছে সহিংসতা। মুর্শিদাবাদ জেলায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী।
প্রসঙ্গত, আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন হবে। তার আগে এই নির্বাচন প্রতিটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।