আর্কাইভ থেকে ফুটবল

সাফে সাফল্যের জন্য জামালদের বোনাস দিলেন সালাউদ্দিন

১৪ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর জামাল ভুঁইয়াদের এমন সাফল্যের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ফুটবলারদের সেই অর্থ বুঝিয়ে দিলেন দেশের ফুটবলের প্রধান কর্তা।

রোববার (৯ জুলাই) দুপুরে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন সাফ দলে থাকা ২৩ খেলোয়াড়কে দেড় লাখ টাকা করে প্রদান করেছেন। ৩৪ জনের কন্টিনজেন্টের বাকি সদস্যরাও পেয়েছেন দেড় লাখ টাকা করে। তবে ৩ ফুটবলারকে আলাদাভাবে বিশেষ বোনাস দিয়েছেন বাফুফে সভাপতি।

সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নতুন ফুটবলার শেখ মোরসালিন। তাদের ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে বাড়তি অর্থ পুরস্কার দিয়েছেন সালাউদ্দিন। এছাড়া সাফে চার ম্যাচের ধারাবাহিকতা দেখানো ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা পুরস্কৃত করেছেন তিনি।

বিশ্বনাথের মাঠে খেলার মুগ্ধতার পাশাপাশি টিম স্পিরিটের প্রশংসা করেছেন সালাউদ্দিন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দিবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’

বাফুফের আর্থিক সীমাবদ্ধতা যেমন রয়েছে, সংকট রয়েছে এর ব্যবস্থাপনা নিয়েও। বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম।’

উল্লেখ্য, সাফের এবারের আসরে ২০০৯ সালের পর সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ । তবে অতিথি দল কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের গোল হজম করে বিদায় নেয় আনিসুর রহমান জিকোরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন