আর্কাইভ থেকে ক্রিকেট

ভালো শুরুর পরেও অল্প পূঁজি বাংলাদেশের

১১ বছর পর মিরপুরের খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে ভালো শুরুর পরেও রান খুব বেশি লম্বা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা।

রোববার (৯ জুলাই) মিরপুর শেরে বাংলায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনি জুটিতে সাথি রানিও শামীমা সুলতানা ২৭ রানের জুটি গড়েন। কিন্তু পঞ্চম ওভারে ১৭ রান করে বিদায় নেন শামীমা।

এরপর দ্বিতীয় উইকেটে সোবহানা মোশতারিকে নিয়ে সাথি দলকে এগিয়ে নিয়ে যান। তবে ২৬ বলে ২২ রান করে পূজা ভাস্ট্রেকরের বলে বোল্ড হয়ে যান সাথি।

এরপর সতীর্থ সোবহানার সাথে ভুল বুঝাবুঝিতে মাত্র ২ রান করেই রানআউট হয়ে যান নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস অধিনায়কের বিদায়ের পর রানের গতিও কমে যায়। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২ ছক্কা অপরাজিত ২৮ ও রিতু মনির ১১ রানে ভর করে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৪ রান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন