অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হবে: তথ্যমন্ত্রী
বিদেশে বসে এমন অনেকেই আছেন যারা দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। ক্রমাগতভাবে এই অপপ্রচারকারীদের কয়েকজনকে চিহ্নিত করেছেন সরকার। রাষ্ট্র তাদের পাসপোর্ট বাতিল করবে। জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি তৈরি করছে এগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ। রাষ্ট্র চাইলেই এ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করতে পারে।
গতকাল (১২ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিদেশে বসবাসরত যারা রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত সরকার তাদের তালিকা তৈরি পাসপোর্ট বাতিল করবেন। কারন তাদের এই কাজে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অনন্যা চৈতী