নেড়া মাথায় ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ
বলিউডের কিং শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমার আগাম ঝলকে আবার তা প্রমাণিত হলো। কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশা।
‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর দিকে নজর সকলের। সোমবার ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে। এ খবর আগেই জানানো হয়েছিল। সেই মতো অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক।
আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গেছে। কখনও তিনি রয়েছেন সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ব্যান্ডেজ খুলেই নিজের ব্যাল্ড লুকে চমকে দেন কিং খান।
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাডুকোনকে। এছাড়াও দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে আবার শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।