নরসিংদীতে ছাত্রদলের ২ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা সোমবার শহরের উপজেলা মোড় হয়ে সকাল সাড়ে টার দিকে জেলাখানা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
এসময় তারা জড়িত অন্যান্য আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আশ্রয়ে নিয়ে আসার দাবি জানায়।
নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক এর বড় ভাই আতাউর রহমান ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব মাইনুদ্দিন ভূইয়া বিক্ষোভ ও অবরোধরত নেতাকর্মীদের মিছিলে নেতৃত্ব দেন।
উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের কমিটি কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।