টেস্টে ক্যাচ আউটের রেকর্ড করলো ভারত
কেপটাউনে টেস্ট ক্রিকেটের ১০০ বছরের বেশি সময়ের ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিলো ভারত। এতে করে দীর্ঘ ৩৯ বছরের রেকর্ড ভাঙলো বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে সবাই বিদায় নিয়েছেন কট অ্যান্ড বোল্ডের পথ ধরে। এর আগে কোনো দলের ২০ উইকেট ক্যাচ আউট হয়নি।
কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দল দুই ইনিংস মিলিয়ে তাদের যে ২০ উইকেট হারিয়েছে তার সবকটিই পড়েছে ক্যাচ আউটের মাধ্যমে। এছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে ভারতীয় ব্যাটারদের ফেরাতে পারেননি প্রোটিয়া বোলাররা। যা নিঃসন্দেহে এক বিরল ঘটনার নজির।
টেস্ট ক্রিকেটে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ১৯ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড গড়েছিল ইংল্যান্ড, সেটা ১৯৮২ সালে। এক ম্যাচে ২০ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড প্রথমবারের হলেও, ১৯ বার ক্যাচ আউট হওয়ার রেকর্ড রয়েছে পাঁচটি। এর আগে ২০১০ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১৯ বার ক্যাচ তুলে দিয়েছিল ভারতীয় ব্যাটাররা।
চলমান টেস্ট সিরিজ এখন পর্যন্ত ১-১ এ সমতায় রয়েছে। সেঞ্চুরিয়নে ভারত ১১৩ রানের বড় ব্যবধানে জয়ের পর জোহানেসবার্গে ৭ উইকেটে জয় পায় এলগার বাহিনী। সিরিজে ১-১ সমতা বিরাজ থাকায় শেষ টেস্টে কেপটাউনে যে জিতবে সেই দল এই সিরিজ জিতবে। অন্যদিকে ভারত সিরিজ জিততে পারলে এটাই হবে প্রোটিয়াভূমে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
হাসিব মোহাম্মদ