৩২ রানেই ৫ উইকেট শেষ আফগানিস্তানের
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখালেও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারছে না আফগানিস্তান। শুরু থেকেই নিয়মিত হারাচ্ছে উইকেট। ৩২ রানেই ধসে গেছে টপ অর্ডার ও মিডল অর্ডারের ৫ ব্যাটার।
মঙ্গলবার (১১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের মাত্র ৩ রানের মাথায় আফগান শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ৬ রান করা ইব্রাহীম জাদরানকে ফেরানোর পর ওই ওভারেই খালি হাতে রহমত শাহকে ফিরিয়ে দেন শরিফুল।
এরপর দলীয় ১৪ রানের মাথায় ওপেনার গুরবাজকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। টিকতে পারেননি মোহাম্মদ নবী। দলীয় স্কোরে ১ রান যুক্ত হতেই তিনিও শিকার হন শরিফুলের।
শরিফুল-তাসকিনের পর আফগান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। নাজিবুল্লা জাদরানকে ১০ রানেই ফিরিয়ে দেন সাকিব।