মগবাজার ককটেল বিস্ফোরণ: ঘটনার তদন্তে ডিবি
রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রাশীদ।
তিনি বলেন, মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ছায়া তদন্ত করছে ডিবি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে, সোমবার (১০ জুলাই) রাতে মগবাজারের দিলু রোডের মুখে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজন আহত হন। বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ফেলা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং এর পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এ ঘটনা কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন। তবে কাউকে আটক করা হয়নি।