আর্কাইভ থেকে দেশজুড়ে

‘দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার’

গরীব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দীর্ঘ মেয়াদি টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এতে দেশে কোনও মানুষ ভূমি ও গৃহহীন থাকবে না। বললেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (১৪ জানুয়ারী) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘীতে মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে গৃহনির্মাণ প্রকল্পের চলমান ঘরের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সুবিধাভোগী ও সুধী সমাবেশে এ কথা বলেন। 

রেলমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কোনও মানুষ যেন গৃহহীন না থাকে সেজন্য এই কর্মসুচি গ্রহণ করেছে সরকার। 

গৃহহীনদের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শনের সময় অন্যানের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, সহ্কারী কমিশনার (ভুমি) ইমরানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও ময়দান দিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। 

৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলার বোদা উপজেলায় ২শ’টি গৃহহীন ভুমিহীন পরিবারে জন্য ২শ’টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ঘর পরিদর্শনের আগে মন্ত্রী নিজ গ্রামের নবাবগঞ্জ বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগতভাবে এলাকার এক হাজার শীতার্ত মানুষের এক হাজার পিস কম্বল বিতরণ করেন। এর পর উপজেলার ময়দানদিঘী ও সাকোয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার শীতার্ত মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন