আর্কাইভ থেকে ক্রিকেট

অল্প রানের বাঁধাও টপকাতে পারলো না টাইগ্রেসরা

সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ৯৫ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। তবে এই অল্প রানেও বাঁধাও টপকাতে পারলো না টাইগ্রেসরা। ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে হারতে হলো ৮ রানে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এরপর টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে সফরকারীরা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশও। তবে ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক জ্যোতি আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৮৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন