আর্কাইভ থেকে আওয়ামী লীগ

শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

রাজধানীতে শান্তি সমাবেশ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। ইতোমধ্যেই সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়ে।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, কমলাপুর, নটরডেম কলেজ, হাটখোলা, মুগদা থেকে একাধিক মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে আসছেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলটির আরও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে অনেক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত যেন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে। অন্যদিকে যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন