আর্কাইভ থেকে জাতীয়

সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না জানতে চায় ইউ প্রতিনিধিরা

বাংলাদেশে এখন যে আইনি কাঠামো রয়েছে এই কাঠামোতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না তা জানতে চেয়েছেন ইউ প্রতিনিধিরা।

বুধবার (১২ জুলাই) বিকেলে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠককালে তারা বিষয়টি জানতে চান। পরে সাংবাদিকদের বিষয়টি জানান সচিব গোলাম সারওয়ার।

সচিব বলেন, নতুন করে যে আরপিও সংশোধনী হলো তাতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি; বরং বেড়েছে।

তাই বর্তমানের আইনি কাঠামোতে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। আরপিও সংশোধনী করাটা কেন প্রয়োজন ছিল এটাও জানতে চান ইউ প্রতিনিধিরা। তখন সচিব তাদের জানান সুষ্ঠু নির্বাচনের জন্য এটা প্রয়োজন ছিল।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধনী কি হচ্ছে সে বিষয়ে ইউ প্রতিনিধিরা জানতে চাইলে আইন সচিব তাদের বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে বসে শিগগিরই এটার সংশোধনী করা হচ্ছে, যেভাবে তারা চেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন