আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গাড়ি ভাংচুর

নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের বহিস্কৃত ও পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ৩টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ীতে থাকা আসামী পক্ষের আইনজীবী ও তাদের সহকারীসহ ৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুরে শহরের কোর্ট রোড অবরোধ করে এই ঘটনা ঘটায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামের সমর্থক ও জেলা ছাত্রদলের বহিস্কৃত নেতাকর্মীরা।

দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামীরা বৃহস্পতিবার নরসিংদীর আদালতে হাজির হবেন এমন খবরে সকাল থেকে কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সদ্য বহিষ্কৃত ও পদবঞ্চিত জেলা ছাত্রদল নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভের এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের পক্ষের আইনজীবীদের বহনকারী ২ টি হাইয়েস মাইক্রোবাস ভাংচুর করে বিক্ষোভকারীরা। এর পরে আরও একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। এসময় সহকারীসহ ৭ জন আইনজীবী আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের মধ্যে জুনায়েদ উল্লাহ সোয়েব ও আকলিমা আক্তার নামে উচ্চ আদালতের দুইজন আইনজীবীর নাম জানা গেলেও বাকী আহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবি ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে আসছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা। গত ২৫ মে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন ২ ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। এই হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি করে ও তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করেন নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন। খায়রুল কবীর খোকনের আইনজীবী ইলতুতমিশ সওদাগর জানান, আমরা জেলখানা মোড় থেকে নরসিংদী আদালত প্রাঙ্গনে যাওয়ার পথে কোর্ট রোডে স্টেডিয়াম সংলগ্ন স্থানে পৌছালে একদল দুস্কৃতিকারী হামলা চালিয়ে আমাদের বহনকারী গাড়ী ভাংচুর শুরু করে। এসময় পরপর তিনটি গাড়ী ভাংচুর করা হয়। এতে আইনজীবীসহ ৭ জন আহত হয়েছেন। এসময় দাড়িয়ে থাকা পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মামলার আসামী বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আদালতে হাজির হওয়ার বিষয়টি পুলিশ অবগত ছিল। সেজন্য আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। সড়কে গাড়ী ভাংচুরের বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ আসেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন