আর্কাইভ থেকে জাতীয়

কাঁচা মরিচের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের মূল্যতালিকা না থাকায় এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় চার টি প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত  টাকা জরিমানা করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর হাতিরপুল এবং নিউমার্কেট কাঁচাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মো: আব্দুল জব্বার মন্ডল বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর হাতিরপুল এবং নিউমার্কেট কাঁচাবাজারে কাঁচা মরিচ, আলু এবং পেঁয়াজের দাম মনিটরিং করেছেন তারা। হাতিরপুল কাঁচাবাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং নিউমার্কেট কাঁচাবাজারে একটি প্রতিষ্ঠানকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান চলমান থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন