আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজারের নিচে

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৈশ্বিক এ মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেশ কমে আসছে। কমছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গেছেন ৩ হাজার ৯৮৩ জন মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৯ লাখ ৩১ হাজারে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। 

এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৭ হাজার ৫৮৭ জনে।

বিশ্বজুড়ে গতকাল রোববার পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৫৮৮ জন। মারা গেছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮০০ জন।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে ফ্রান্স, ভারত, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।

 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন