১৫২ রানে অলআউট বাংলাদেশ
মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে গেছে। ভারতীয় বোলার আমানজত কউরের বিধ্বংসী বোলিংয়ে ৪৩ ওভার খেলেই অলআউট হয়েছে বাংলাদেশ দল।
টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শারমিন আক্তার। কোনো রানই করতে পারেননি তিনি। ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ২৭ রানে আউট হন ফাজানা হক।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন ৬৪ বল খেলে। এছাড়া ১৬ রান করেন সুলতানা খাতুন, ১২ রান করে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন, ১৩ রান করেন মুর্শিদা খাতুন। রাবেয়া খানের ব্যাট থেকে এসেছে ১০ রান।
ভারতীয়রে হয়ে আমাজট কউর নেন ৪ উইকেট। ২ উইকেট নেন দেবিকা ভাইদিয়া এবং ১ উইকেট নেন দিপ্তি শর্মা।