ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডেতে জিতল বাংলাদেশ
এশিয়ার পরাশক্তি ভারতের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টিতে চোখে চোখ রেখে লড়াই করেও সিরিজ হারের আক্ষেপে পুড়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই দাপুটে জয়ে এগিয়ে গেল বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা। মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন স্মৃতি-হারমানপ্রীতরা।
রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ম্যাচ বৃষ্টির কবলে পড়ায় ৪৩ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর বৃষ্টি আইনে ৪৪ ওভারে ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারতের মেয়েরা।
বিস্তারিত আসছে...