আর্কাইভ থেকে বাংলাদেশ

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত চক্রের তিন জন গ্রেফতার

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত চক্রের তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা প্রায় একশ’ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা মন্ত্রীদের স্বাক্ষর জ্বাল করে বিভিন্ন   কৌশলে ব্লাংক চেক নিয়ে প্রতারণাও করতো। সোমবার (১৭ জানুয়ারী) সকালে, সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন এবিষয়ে বিস্তারিত জানানো হয়।

সিআইডির ঢাকা মেট্রো অঞ্চলের এডিশনাল ডিআইজি ইমাম হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতরা দামি ব্র্যান্ডের গাড়িতে চড়েন। পরিচয় দেন বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক আছে। এমনিভাবে খাদ্যমন্ত্রীর পরিচয় দিয়ে বগুড়ার আলমগীর হোসেন নামে একজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৪ লাখ টাকা। এছাড়া সেনাবাহিনীতে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে মিরাজ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়েছে ৫ লাখ টাকা।  এমন অনেকেই তাদের প্রতারণার শিকার হয়েছেন।  

সিআইডি বলেছে, প্রায় একশ মানুষকে সরকারি চাকরি ও বিদেশে পাঠানোর কথা বলে তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিগত কয়েক বছর ধরেই তারা এমন প্রতারণা করছে।  

প্রাথমিকভাবে সিআইডি ধারণা করছে এই চক্রের সদস্য সংখ্যা ১২ জন। চক্রের অপরাপর সদস্যদের গ্রেফতারের চেস্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন