আর্কাইভ থেকে বাংলাদেশ

সুপ্রিম কোর্টে টিএইচ খানের প্রথম জানাজা, দাফন কাল

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণতম আইনজীবী ও আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারপতি তাফাজ্জাল হোসেন (টিএইচ) খানের প্রথম জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। আগামীকাল তার নিজ গ্রামে দাফন করা হবে। 

আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে মরহুমের খানের জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং হাজারো আইনজীবী।জানাজা শেষে মরহুমের প্রতি প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর টিএইচ খানের দ্বিতীয় জানাজা ঢাকার মোহাম্মদপুরে মরহুমের বাসার কাছের মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার তার মরদেহ ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে হালুয়াঘাটে সকালে তৃতীয় জানাজা এবং দুপুরে চতুর্থ অর্থাৎ শেষ জানাজা শেষ হওয়ার পর তাকে দাফন করা হবে। 

এদিকে, বিচারপতি টিএইচ খানের মৃত্যুতে শোক-শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন