আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে: হিরো আলম
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ৬০০ লোক নিয়োগ দিয়েছি। এরমধ্যে এখন পর্যন্ত ১২টি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। এছাড়া আমার ভোটারদের ঢুকতে দিচ্ছে না। এই নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ করছি। জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টায় বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। এই মুহূর্তে খবর আছে ১২টা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।
হিরো আলম অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দিয়েছেন।
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।