আর্কাইভ থেকে আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণ, নিহত বেড়ে ৩৯

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সোমবার (১৭ জুলাই) দক্ষিণ কোরিয়ার ভূগর্ভস্থ সড়ক থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চেওংজুর নিকটবর্তী একটি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় ওসং ভূগর্ভস্থ সড়ক প্লাবিত হয়। এ ঘটনায় ডুবে যাওয়া বাসের চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইয়োনহাপের খবরে বলা হয়, ফায়ার কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযানের মাধ্যমে আন্ডারপাসে জলাবদ্ধ ১৬টি যানবাহন উদ্ধার করতে পেরেছে।

উদ্ধারকারীরা নিখোঁজ হওয়া আরও একজনের সন্ধান অব্যাহত রেখেছে, কিন্তু কেন্দ্রীয় আন্ডারপাস এলাকা কোমর পর্যন্ত কাদামিশ্রিত পানিতে আটকে থাকায় উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।

বন্যা ও ভূমিধসে সোমবার সকাল ছয়টা পর্যন্ত নয়জন নিখোঁজ ছিলেন। এ দুর্যোগে ৩৪ জন আহত হয়েছেন।

গেলো ৯ জুলাই থেকে ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ কোরিয়ায়। এদিকে দেশটির আবহাওয়া প্রশাসন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে বলেছে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে দেশটিতে, যা পরিস্থিতি 'গুরুতর' করে তুলছে।

এ সময়টাতে দক্ষিণ কোরিয়ায় নিয়মিত বন্যার কবলে পড়ে। তবে দেশটি সাধারণত ভালোভাবে প্রস্তুত থাকে এবং মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে।

গেলো বছরও রেকর্ড ভাঙা বৃষ্টিপাত এবং বন্যার ধকল গেছে দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে। যার ফলে ১১ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

সূত্র: রয়টার্স

 

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন