আর্কাইভ থেকে জাতীয়

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের টিকা চুক্তি

বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি দেখে রাশিয়ার রাষ্ট্রদূত তাদের নতুন টিকা ‘স্পুটনিক লাইট’ সম্পর্কে জানালেন স্বাস্থ্যমন্ত্রীকে। আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন টিকার বিষয়ে কথা বলতে। তাঁর কাছে নতুন টিকার কাগজপত্র চাওয়া হয়েছে। ওষুধ প্রশাসনের ডিজি প্রয়োজনীয় কাগজপত্র দেখবেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রাশিয়ার সঙ্গে পূর্বেই টিকার চুক্তি করা হয়েছিল, যা এখনো তাদের কাছ থেকে পাওয়া যায়নি। চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাশিয়ার রাষ্ট্রদূতকে বলা হয়েছে। এখন যে চুক্তি আছে সেই টিকাগুলো দিলে বাংলাদেশের জন্য ভালো হবে। বলেন জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী আরও বলেন, চুক্তি অনুযায়ী টিকার দুটি ডোজই একসঙ্গে পাঠানোর কথা বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন