আর্কাইভ থেকে ঢালিউড

নেটিজেনদের তোপের মুখে পড়লেন রাজ

কাজ দিয়ে নয়, আজকাল ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেতা শরিফুল রাজ। নেটিজেনদের অনেকেই বিরক্ত তার ওপর। এবার তার প্রমাণ মিলল। মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করতেই নেটিজেনদের তোপের মুখে পড়লেন রাজ।

রোববার (১৬ জুলাই) ফেসবুকে একটি মুখবয়বের ছবি প্রকাশ করেন রাজ। এ ছবির মন্তব্যের ঘরেই তার প্রতি কটাক্ষের তীর ছুড়তে থাকেন নেটিজেনরা। একজন লেখেন, নিজে যেমন মনের অধিকারী, দেখতেও যেমন ঠিক তেমন জিনিস পোস্ট করা। লুজার একটা। অন্য একজন লেখেন, ‘তুমি নিজেও এরকম কুৎসিত।’ এছাড়া কেউ কেউ ‘ছোটলোক’, ‘স্বার্থপর’ বলেও তিরস্কার করেন তাকে।

সম্প্রতি পরীমণি ফেসবুকে সন্তান রাজ্যের ক্যানোলা করা হাতের একটি ছবি প্রকাশ করেছেন। অনেকে ওই ছবি রেখে এসেছেন রাজের পোস্টের কমেন্টবক্সে। সেইসঙ্গে লিখেছেন, ‘ভাই আপনার বাচ্চাটা অসুস্থ। আসলেই আপনি একটা জোকার।’ এক নেটাগরিক অবাক হয়ে লিখেছেন, এইদিকে আপনার বেবিটা এত অসুস্থ আপনার কোনো খেয়ালই নেই।’ অন্য একজন প্রশ্ন রেখেছেন, ‘ভাই আপনি কেমন বাবা?

কয়েক দিন ধরে রাজ-পরীমণির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমণি নিজেই এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন