আর্কাইভ থেকে বিএনপি

সাংবাদিকদের অনেকে আজ নির্যাতিত-নিপীড়িত :রিজভী

সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকাশক্তি। অথচ সাংবাদিকদের অনেকে আজ নির্যাতিত-নিপীড়িত। অনেকে বিনা কারণে বিনা দোষে জেলখানায় গেছেন। অনেক সাংবাদিক মাসের পর মাস জেল খেটেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল (রোববার) এক সভায় বলেছেন- তিনি নাকি গরিব মানুষ। উনার নাকি সহায় সম্পদ নেই। তিনি আর কত মিথ্যা বলবেন? মানুষকে কত বিভ্রান্ত করবেন? তাহলে এই যে সুধা সদন প্রাচীর দিয়ে রেখেছেন সেটি কার?

দৈনিক দিনকালসহ বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট। ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজু, মোদাব্বের হোসেন, মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা বাছির জামাল, শাহনেওয়াজ সাজু ও দিদারুল আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন