আর্কাইভ থেকে রাজনীতি

শান্তি মিছিলের নামে আওয়ামী লীগ অশান্তি তৈরি করছে: মির্জা আব্বাস

আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছে। তারা বিশৃঙ্খলা করতে চায়, কিন্তু ছেড়ে দেয়ার দিন শেষ। আর কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল সারাদেশে বিএনপির পদযাত্রার অত্যাচারের জবাব দেয়া হবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৯ জুলাই) সকালে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে বিএনপির পদযাত্রার আগে আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের সংবিধানের বাহিরে বিএনপিও একচুল যেতে চায় না, কিন্তু খায়রুলের কাঁটাছেড়া সংবিধান মানি না। ’

আব্বাস আরও বলেন, দেশের মানুষ ভোটের অধিকার আদায় করে নেবে। গেলো ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি, জেল খাটতে শিখেছি। মৃত্যুবরণ করতে শিখেছি। মিছিল করতে শিখেছি। আর আপনাদের অত্যাচার সহ্য করব না। এবার অত্যাচারের জবাব দেব। গতকাল আপনারা নোয়াখালীতে আমাদের লোককে হত্যা করেছেন।

সমাবেশের পর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে পদযাত্রা শুরু করে বিএনপি। এটি শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে।

বিএনপির এ পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

এদিকে কর্মদিবসে আওয়ামী লীগ ও বিএনপির মতো বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল তীব্র যানজট দেখা যায়। এতে জনভোগান্তি চরম রূপ নেয়। গতকালের মতো আজও ঢাকার সড়কগুলোতে একই চিত্র দেখা যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন