পিতৃত্বের সুখ পেলেন অর্জুন, ফের সন্তানের মা বান্ধবী গাব্রিয়েলা
এপ্রিল মাসেই জানা গিয়েছিল ফের বাবা হতে চলেছেন অভিনেতা অর্জুন রামপাল। দ্বিতীয় বারের জন্য মা হলেন অর্জুন বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ়। পুত্রসন্তানের মা হলেন গাব্রিয়েলা। সংসারে নতুন অতিথি আসার খবরে নিজেই দিলেন অভিনেতা। তিনি নিজের সামাজিকমাধ্যমের পাতায় লেখেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে একটা ফুটফুটে পুত্রসন্তান এলো। মা আর ছেলে দু’জনেই ঠিক আছে। মনটা ভালো লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। এত ভালোবাসা দেয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’এই নিয়ে চতুর্থ বার পিতা হওয়ার সুখ পেলেন অভিনেতা।
২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন বলিউড অভিনেতা। তাদের দুই মেয়ে মাহিকা ও মায়রা রামপাল। মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক।
কয়েক মাস আগে জানা গিয়েছিল, তিনি ফের সন্তানসম্ভবা। তবে এখনও নিজেদের সম্পর্ককে আইনি ভাবে স্বীকৃতি দেননি, তা হলে কি সংসারে অনীহা তাদের? অর্জুন দাবি করেন, গ্যাব্রিয়েলাই নাকি বিবাহবন্ধন চান না, বরং এ ভাবেই পরস্পরের পাশে থেকে জীবনের বাকি পথটা পেরিয়ে যেতে চান।