আর্কাইভ থেকে ফুটবল

ভোরে মায়ামিতে অভিষেক হবে মেসির, ম্যাচ দেখবেন যেভাবে

ইউরোপে গল্প শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে অভিষেক হতে যাচ্ছে লিওনেল মেসির। শনিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬ টায় ক্রুজ আজুলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির অভিষেক নিয়ে তাঁর ভক্তদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কেননা ম্যাচটি কোনো টেলিভিশনে সম্প্রচারিত হবে না। ম্যাচটি দেখা যাবে শুধুমাত্র অ্যাপল প্লাস টিভিতে। তবে শুধুমাত্র আইফোন থাকলেই যে ম্যাচটি দেখা যাবে তা নয়।

মেসির অভিষেকের ম্যাচটি দেখতে হলে থাকতে হবে অ্যাপল প্লাস টিভিতে সাবস্ক্রিপশন। অ্যাপল প্লাস টিভির মেজর লিগ সকার (এমএলএস) সিজন পাস ব্যবহার করে দেখা যাবে ম্যাচটি।

যদিও এখনও নিশ্চিত হওয়া যায় নি যে আজুলের বিপক্ষে মায়ামির শুরুর একাদশে মেসিকে দেখা যাবে কিনা বা মেসি এই ম্যাচে মাঠে নামবেন কিনা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন