অভিষেক ম্যাচেই গোল করে মায়ামিকে জেতালেন মেসি
ইউরোপের বাইরে প্রথমবার অভিষেক হলো লিওনেল মেসির। সেই অভিষেকটা দুর্দান্তভাবেই করলেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে মাঠে নেমে অতিরিক্ত সময়ে গোল করে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় মেসির ক্লাব ইন্টার মায়ামি লিগ কাপে মাঠে নেমেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। খেলায় নির্ধারিত ৯০ মিনিট দুই দল সমতায় থাকে।
এরপর যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পান মেসি। সেখান থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিকে বল জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন সুপার স্টার। আর সেই গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।