আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান শব্দটা আসলে মেহরাব হোসেন অপির নামটা মাথায় চলে আসে। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাব খেলেন ১০১ রানের ইনিংস। এবার দুই যুগ পর মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক।

শনিবার মিরপুর শেরেবাংলায় সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৬ বলে এই রেকর্ড স্পর্শ করেন ফারজানা।

দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি রেকর্ড গড়ারও সুযোগ পেয়েছিলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে ছিলেন পঞ্চাশতম ওভার পর্যন্ত। তবে ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যান। আউট হওয়ার আগে ফারজানা সংগ্রহ করেন ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন