আর্কাইভ থেকে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির তিন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এ সমাবেশে অংশ নিতে কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ থেকেও এসেছেন নেতাকর্মীরা।

রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীরা মৎস্য ভবন, সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর এলাকায় অবস্থান নিচ্ছেন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা। তাদের হাতে খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবি লেখা ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে থেকে চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। মৎস্য ভবন, কাকরাইল, পল্টন ও শাহবাগ এলাকায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন