এমবাপ্পেকে ছাড়াই এশিয়া সফরে পিএসজি
প্রাক্-মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলতে এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবে পিএসজি। সেই সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। তাঁকে দল থেকে বাদ প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়া অনেকেই অঙ্ক কষতে শুরু করেছেন, তাহলে কি এমবাপ্পেকে বিক্রিই করে দিচ্ছি পিএসজি।
কিছুদিন আগে চিঠি দিয়ে এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমের পর তিনি আর সেখানে থাকতে চান না। ফরাসি তারকার সেই চিঠি দেওয়ার পর পিএসজি তাঁকে এবারের দলবদলেই বিক্রি করতে চায়।
কারণ,এবারের দলবদলে তাঁকে বিক্রি করলে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে অন্য দলে যোগ দিবেন এমবাপ্পে। ফলে তাঁর থেকে কাতার মালিকানাধীন ক্লাবটির কোনো আয়ই হবে না।
এদিকে এমবাপ্পে অবশ্য এবারের দলবদলে পিএসজি ছাড়তে চান না। চুক্তির মেয়াদ শেষ করে তিনি ক্লাব ছাড়তে চান। কারণ চুক্তি পর্যন্ত থাকলে বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন তিনি।