আল নাসরে যোগ দিতে কথাবার্তা চলছে মানের
বায়ার্ন মিউনিখ বিক্রি করে দিতে চাইছেন সাদিও মানেকে। যদিও সেনেগাল ফরোয়ার্ড থেকে যেতে চাচ্ছে জার্মান ক্লাবটিতে। তবে ক্লাবের চাওয়ায় প্রাধান্য দিয়ে বায়ার্ন ছাড়তে যাচ্ছেন তিনি। আর তাঁর নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল নাসরের নাম।
দলবদল বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন এ তথ্য।
রোমানো জানিয়েছেন, আল নাসরে যোগ দিতে পারেন সাদিও মানে। সৌদি ক্লাবটির সঙ্গে নাকি তার কথাবার্তাও চলছে। দুই পক্ষের সমঝোতা হয়ে গেলে মধ্য প্রাচ্যের ক্লাবটিতে দেখা যাবে মানেকে।
নিজ দেশের সমর্থকের অনুরোধে লিভারপুল থেকে ২০২২ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন মানে। শুরুর দিকে কিছুদিন ভালো সম্পর্ক থাকলেও ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে বাভারিয়ানদের সাথে ।