আর্কাইভ থেকে আইন-বিচার

হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা ডিবিতে স্থানান্তর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২২ জুলাই) বনানী থানা থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।

ডিবি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন শামীম গণমাধ্যমকে জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলার নথিপত্র শনিবার বুঝে পেয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা মানিক গাজী, আল আমিন ও মাসুদ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাঁচজন ছাড়া অন্যরা শুরু থেকেই কারাগারে আটক আছেন।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন