আর্কাইভ থেকে এশিয়া

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন সাতক্ষীরার নারী

চিকিৎসা শেষে ভারতের মুম্বাই থেকে কলকাতা ফিরছিলেন সাতক্ষীরার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন। ডাউন মুম্বাই নামে একটি মেইল ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার মুখে হঠাৎ মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। উপায় না পেয়ে সহযাত্রীদের সাহায্যে চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

জানা যায়, ট্রেনের মধ্যেই সদ্যোজাতের ভূমিষ্ঠ হওয়ার খবর দেয়া হয় টিকিট পরীক্ষককে। খবর পেয়েই টিকিট পরীক্ষক তড়িঘড়ি বাগনান স্টেশনের মাস্টারকে খবর দেন। এরপরই রেল কর্তৃপক্ষ ও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তৎপরতা শুরু হয়। আগে থেকেই স্টেশনের বাইরে প্রস্তুত রাখা ছিল অ্যাম্বুলেন্স। ট্রেনটি বাগনান স্টেশনে দাঁড় করানো হলে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, নবজাতকটি প্রিম্যাচিউর। দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতা নেয়ার পরামর্শ দেন।

দক্ষিণ-পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বাগনানের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সব ধরনের ব্যবস্থা করে রাখতে বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন